Bangladesh

Narendra Modi appreciates overall development of Bangladesh

Narendra Modi appreciates overall development of Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 16 Dec 2019, 10:59 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১৭ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রশংসা ব্যক্ত করেছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার সকালে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ প্রশংসা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

নরেন্দ্র মোদী ৩০ মিনিটের বৈঠকে শেখ হাসিনার প্রতি তাঁর শুভেচ্ছা জানান এবং আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানোর জন্য তাঁর প্রশংসা ব্যক্ত করেন। মোদী দূতকে বলেন, ‘আমি অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।’

ভারতের প্রধানমন্ত্রী বিদায়ী হাইকমিশনারের পাঁচ বছরের মেয়াদকে সোনালী অধ্যায় হিসেবে উল্লেখ করে ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান।

হাইকমিশনার এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একটি নকশী কাঁথা উপহার দেন।