Bangladesh

Narendra Modi praises Sheikh Hasina's leadership

Narendra Modi praises Sheikh Hasina's leadership

| | 24 Apr 2018, 08:10 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

সোমবার নয়াদিল্লিতে এই বৈঠকে মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার সাহসী ও দৃঢ় নেতৃত্বের জন্য প্রশংসা করেন।

 

নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জএ কথা বলা হয়।


বিজেপি’র আমন্ত্রণে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রোববার ভারতে যায়।

 

সোমবার তারা মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান ।

 

তাদের সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন ভারতের সরকার প্রধান।

 

বৈঠকে মোদীর সঙ্গে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিজয় গোখলে, যুগ্ম সচিব শ্রীপিয়া রঙ্গনাথন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার।


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ ধরে মোদী প্রতিনিধিদলকে বলেন, আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক এগিয়ে গেছে।

 

রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারত বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে বলে উল্লেখ করেন মোদী। এছাড়া তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে নিজের চেষ্টারও কথাও বলেন তিনি।