Bangladesh

যুক্তরাষ্ট্রের দূতাবাসে অনুষ্ঠিত হল আনন্দের নববর্ষ উৎসব

যুক্তরাষ্ট্রের দূতাবাসে অনুষ্ঠিত হল আনন্দের নববর্ষ উৎসব

| | 14 Apr 2017, 10:58 am
ঢাকা, এপ্রিল ১৪ঃ ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আজকে পালিত হয়েছে নববর্ষ উৎসব।

 বর্ষবরণ উৎসবের একটি ভিডিও ক্লিপ আজ দূতাবাসের ফেইসবুক পেজে পোস্ট করা হয়েছিল।

 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটকে শাড়ি পরে কর্মকর্তাদের সাথে উৎসবে যোগ দিতে দেখা গেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজকের আনন্দের মাঝে বঙ্গাব্দ ১৪২৪ বরণ করে নেওয়া হয়।


আজ দেশ জুড়ে নতুন বছরকে নিয়ে থাকে আনন্দের আমেজ।

 

পহেলা বৈশাখের সকালে গণভবনে বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মাঝে আনন্দের আমেজ ভাগ করে নেয় মানুষেরা।

 

হাসিনা বলেনঃ “পুরনো বছরের জঞ্জাল সরিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।"

 

"দেশের মানুষ আনন্দলোকে বাস করবে, সুন্দর জীবন পাবে," উনি বলেন।

 

দেশের মানুষদের হাসিনা শুভেচ্ছা জানান।

 

আজকের দিনটি মাথায় রেখে ঢাকায় বেরিয়েছিল মঙ্গল শোভাযাত্রা।

 

বহু মানুষ আজকের এই শোভাযাত্রাইয় যোগ দিয়েছেন।

 

আজ শহর ও গ্রামের মানুষ এক হয়ে গেছিলেন নববর্ষের আনন্দে।

 

বাংলা বছরের প্রথম মাস হিসেবে বৈশাখের আবির্ভাব ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ অবধি চলা মুঘল সম্রাট আকবরের শাসনকালে।

 

দূতাবাসের ফেসবুক পেজে লেখা আছেঃ "শুভ নববর্ষ বাংলাদেশ!