Bangladesh

Nearly 150 Bangladeshis return from India
Pixabay

Nearly 150 Bangladeshis return from India

Bangladesh Live News | @banglalivenews | 14 May 2020, 04:59 am
ঢাকা, মে ১৪ : করোনাভাইরাসের কারণে ভারতের বেঙ্গালুরু শহরে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বেঙ্গালুরু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার ফ্লাইট ১৪৪ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে মঙ্গলবার এমন আরও ৮৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

তারা ভারতের বাণিজ্য ও বিনোদনের অন্যতম কেন্দ্র মুম্বাইয়ে আটকা পড়েছিলেন।

এরও আগে দেশটিতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।

বাংলাদেশ ও ভারত সরকারের সহযোগিতায় বিমান ও সড়ক পথে তারা দেশে ফেরেন।

সূত্র জানায়, ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহে করোনার সংক্রমণ নেই।

এরপর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।


করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার।

এরই অংশ হিসেবে ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হলো।