Bangladesh

কৃষি বিষয়ক গবেষণার দিকে জোড় দিতে আহ্বান করলেন শেখ হাসিনা

কৃষি বিষয়ক গবেষণার দিকে জোড় দিতে আহ্বান করলেন শেখ হাসিনা

| | 01 Mar 2018, 04:46 am
ঢাকা, মার্চ ১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশে আরও কৃষি বিষয়ক গবেষণার দিকে জোড় দিতে আহ্বান করেছেন।

উনি মনে করিয়ে দেন যে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

 

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেন।

 

উনি বলেন লোক সংখ্যা বাড়লেও, দেশের খাদ্য শস্য  উৎপাদনের জন্য জমি বাড়ছে না।

 

"ইতোমধ্যে আমরা নির্দেশ দিয়েছি দুই ফসলি বা তিন ফসলি জমি কোনোভাবেই এ কাজে ব্যবহার করা যাবে না," হাসিনা বলেন।

 

"অন্য জমিগুলোতে আমরা শিল্পায়ন থেকে শুরু করে যা যা করার করব। এটা আমাদের পরিবল্পিতভাবে করতে হবে," প্রধানমন্ত্রী বলেন।

 

উনি এই খাদ্যউৎপাদন বাড়ানোর জন্য ওনার সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন।

 

“আমরা সরকারে এসে সরকারি খাতে বীজ উৎপাদন শুরু করি। কারণ আমার গরীব কৃষকরা যেন ন্যায্য মূল্যে উন্নত বীজ পেতে পারে। এটার মান ধরে রাখতে হলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান একান্তভাবে দরকার," হাসিনা বলেন।

 

উনি আরও বলেন যে  খাল, বিল ও পুকুর সংস্কার করবার প্রয়োজন আছেন।

 

" প্রতিটি এলাকার খাল, বিল ও পুকুর আমরা সংস্কার করব। সেখানে যেন পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়… তার ফলে সেখানে মাছের উৎপাদনও বাড়বে," উনি বলেন।

 

" কৃষি কাজে আমাদের শিক্ষার্থীরা যেন আন্তরিক হয় এবং তাদের একটা ব্যবহারিক শিক্ষা যেন থাকে; সে দিকে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি," হাসিনা বলেন।

 

"আর আমার খাদ্যের জোগান দেবে। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের এই শিক্ষাটা দেওয়া উচিত। মাটিতে হাত দিয়ে কাজ করলে বা চারা রোপণ করলে এতে লজ্জার কিছু নেই। বরং নিজের হাতে বাগান করলে, সেই বাগানের একটি ফল ছিড়ে খেতে গর্ব হয়," হাসিনা বলেন।

 

উনি বলেন কৃষি হবে দেশের মূল শক্তি।