Bangladesh

কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে মৃত এক রোহিঙ্গা, ১ গ্রেপ্তার

কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে মৃত এক রোহিঙ্গা, ১ গ্রেপ্তার

| | 13 Jan 2018, 10:04 am
ঢাকা, জানুয়ারি ১৩ঃ বিরোধের জেরে শনিবার এক রোহিঙ্গার ছুরিকাঘাতে আরেকজন প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে।


পুলিশ জানা ঘটনাটি ঘটেছে বেলা আড়াইটার দিকে কুতুপালংয়ের মধুরছড়ার বিডি-১১ ব্লকে।

 

নিহত ব্যাক্তির পরিচয় হল  মমতাজ উল্লাহ, জানান পুলিশ।

 

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ার বিডি-১১ ব্লকের বাসিন্দা ছিলেন নিহত ব্যাক্তি।

 

মিয়ানমারের আকিয়াব জেলার রাচিডং থানার ধোনঞ্চে এলাকায় এই নিহত ব্যাক্তির বাড়ি।

 

আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে এই হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানান নিহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হএল তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

 

নিহত ব্যাক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে, জানান পুলিশ।

 

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Picture: Representative Image