Bangladesh

No alliance members in Hasina's Cabinet

No alliance members in Hasina's Cabinet

Bangladesh Live News | @banglalivenews | 06 Jan 2019, 11:20 am
ঢাকা, জানুয়ারি ৬ঃ নতুনভাবে সরকার গঠন করবার সময় এইবার শুধু নিজের দল আওয়ামী লীগের নেতাদেথনপরিচালনায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত সরকারগুলোয় প্রতিবারই সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে দেখা গেছে তবে এই বার সেই ক্ষেত্রে একটু ভিন্ন দৃশ্য দেখা গেছে।

 


জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে টানা তৃতীয়বারের জন্য বাংলাদেশে সরকার গঠন করতে চলেছে হাসিনা ও ওনার আওয়ামী লীগ।

 

দেশের ইতিহাসে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন হাসিনা।

 

১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার যে সরকার গঠন করা হয়েছিল তাতে মন্ত্রীসভায় ছিলেন জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু ও জাসদের আ স ম আব্দুর রব।

 

জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতাদের পাশাপাশি সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াকে মন্ত্রী করা হয়েছিল ২০০৮ এ ক্ষমতায় আসার পরে।

 

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও নেওয়া হয়েছিল সরকারে।

 

টানা দ্বিতীয় মেয়াদের সরকারে ইনুর সঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হাসিনা সরকার ২০১৪ আসার পরে ক্ষমতায় রেখেছিলেন।

 

মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতারাও মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন এই সরকারে।

 

নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত সপ্তাহে জানিয়েছেন যে তাদের দলের কোনো সদস্য এবার আর মন্ত্রিসভায় থাকবে না।