Bangladesh

No chance of offering love to BNP: Minister

No chance of offering love to BNP: Minister

Bangladesh Live News | @banglalivenews | 22 Jun 2018, 08:42 am
ঢাকা, জুন ২২ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন যে রাজনীতির আঙ্গিনায় আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকার গঠন প্রশ্নে বিএনপির প্রতি ‘প্রেম বা করুণা’ দেখানোর কোনো সুযোগ নেই।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের  উত্তর দেওয়ার সময় মন্ত্রী এই মন্তব্যটি করেছেন।

 

আজকে মন্ত্রী যে বিষয়টির জবাব দিয়েছেন তার আগে ফখরুল সংবাদ মাধ্যমকে বলেছেন যে  বিএনপিকে বাদ দিয়ে একাদশ সংসদ নির্বাচনের পরিকল্পনা থেকেই আওয়ামী লীগ ‘একতরফাভাবে’ নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলছে চলেছে।

 

“বিএনপি কী চায় বিএনপিও জানে না। আমাদের একটা সু-নির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা কী চাই সেটা বলতে আমাদের কোনো সমস্য নাই। দেশের সংবিধানের যে অরবিট আছে, এই সাংবিধানিক অরবিটের মধ্যে থেকে সরকার হিসেবে, রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই আমরা," মন্ত্রী বলেছেন।

 

“আর রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই। রাজনীতি হচ্ছে হিসেবের অংক। হিসেবের অংকে করুণা করা, ভালবাসা দেওয়া, প্রেম করার কোনো সুযোগ নেই," উনি বলেন।