Bangladesh

No change in condition of Ershad

No change in condition of Ershad

Bangladesh Live News | @banglalivenews | 04 Jul 2019, 07:46 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ৪ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকালেও তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোটভাই জিএম কাদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি বুধবার সকালে এরশাদকে দেখতে গিয়েছিলাম এবং তার হাত ধরেছিলাম।

 

তখন তিনি চোখ মেলে তাকিয়েছেন। ভাব বিনিময় করেছেন। কিন্তু ডাক্তারের ভাষায় তার অবস্থা অপরিবর্তিত।’ বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে এরশাদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

জিএম কাদের বলেন, ‘এরশাদের ফুসফুসের ইনফেকশন কমেছে। কিডনির সমস্যার কারণে প্রস্রাব বন্ধ ছিল, তা সকাল থেকে ক্লিয়ার হয়েছে। সার্বিক বিবেচনায় তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন।’

 

এরশাদ এখনও অক্সিজেন সাপোর্টে আছেন উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘তাকে দুই ঘণ্টা অক্সিজেন দেওয়া হচ্ছে, আবার দুই ঘণ্টা আন্ডার প্রেসারে রাখা হচ্ছে। এটা আস্তে আস্তে কমানো হচ্ছে।’

 

উল্লেখ্য, গত ২৬ জুন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।