Bangladesh

বিরল প্রজাতির কচ্চপ বিক্রয়ঃদণ্ডিত হলেন তিনজন

বিরল প্রজাতির কচ্চপ বিক্রয়ঃদণ্ডিত হলেন তিনজন

| | 24 Feb 2018, 08:41 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৪ঃ ভ্রাম্যমাণ আদালত আজ বিপন্ন প্রজাতির কচ্ছপ ধরে বিক্রি করার অভিযোগে তিন ব্যাক্তিকে ঢাকায় নয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

যাদের দণ্ডিত করা হয়েছে তাদের পরিচয় হল পুরান ঢাকার শাঁখারীবাজারের দীপক নন্দী, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পনির চন্দ্র দাস ও নরসিংদীর মাধবদী এলাকার ময়না রানী সরকার।

 

আজকের অভিযান ও দন্ড পরিচালনা করা হয় শাঁখারীবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১০ যৌথ এ ভ্রাম্যমাণ আদালত।

 

পরিচালনার কাজটি করা হয়  শুক্রবার সকাল ৯টার দিকে।

 

  নয় মাস করে কারাদণ্ড দেওয়া হ্যেহে এই তিনজনকে।

 

দন্ড দেওয়া হয়েছে  ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনের আওতায়।