Bangladesh

Nusrat: Nirmalendu demands action against those involved in the crime

Nusrat: Nirmalendu demands action against those involved in the crime

Bangladesh Live News | @banglalivenews | 12 Apr 2019, 07:37 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১২ : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ-উদ-দৌলা ও জড়িতদের কঠিন বিচার চাইলেন কবি নির্মলেন্দু গুণ।

বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকে ওয়ালে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।


কবি লিখেছেন, ‘নুসরাতের ধর্ষক সিরাজ ও সিরাজকে বাঁচাতে রাফিকে যারা পুড়িয়ে মেরেছে, তাদের কঠিন বিচার হবে। না হলে আমি আমৃত্যু অনশনে বসবো।’
উল্লেখ্য, নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিমের পরীক্ষার্থী ছিলেন। ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে এর আগেও ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন।


এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেয়া হচ্ছিল। এর মধ্যে ৬ এপ্রিল (শনিবার) সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে আগুন লাগিয়ে দেয়া হয়।