Bangladesh

খালেদা জিয়ার বিচারের বিষয় তুলে ধরলেন হাসিনা

খালেদা জিয়ার বিচারের বিষয় তুলে ধরলেন হাসিনা

| | 30 Aug 2016, 12:35 pm
ঢাকা, আগস্ট ৩০ঃ আজ এক কথিন বার্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি পাওয়া উচিত কি না সেই নিয়ে দেশের মানুষকে ভাবতে হবে।

"খালেদা জিয়া যাদের মন্ত্রী বানিয়েছিল, তাদের যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি হয়েছে," বলেন হাসিনা।

 

"যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি হয়েছে, তাদের যে মন্ত্রী বানিয়েছিল, তার কী শাস্তি হবে? সেটাও দেশবাসী দেখতে চায়। সেটাও দেশবাসীকে ভাবতে হবে," উনি বলেন।

 

"যারা যুদ্ধাপরাধী হিসাবে সাজাপ্রাপ্ত, তাদের যারা মন্ত্রী বানিয়েছে। তাদের বিচার প্রকাশ্যে জনগণের সামনে হওয়া দরকার," হাসিনা বলেন।

 

"সেই ভাবে সবাইকে জনমত গড়ে তুলতে হবে,” প্রধানমন্ত্রী বলেন।

 

ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

নিজের নেতৃত্বের সময়, জিয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে শিল্পমন্ত্রী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাজকল্যাণমন্ত্রী পদ দিয়েছিলেন।

 

২০০১ সালে, জিয়ার বিএনপি,  জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় প্রাপ্ত করেছিল।

 

হাসিনা প্রশ্ন করেন যে জঙ্গির মৃত্যুতে জিয়ার 'মায়াকান্না কোথা থেকে আসে'।

 

নিজের বক্তব্যে, হাসিনা জিয়া ও বিএনপির বিরুদ্ধে সকল ধরনের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এনেছেন।