Bangladesh

মা হিসেবে আগামী প্রজন্মের জন্য কাজ করুনঃহাসিনা

মা হিসেবে আগামী প্রজন্মের জন্য কাজ করুনঃহাসিনা

| | 13 Feb 2016, 09:50 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৩- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের প্রশাসনের নারী কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন যে তারা যেন ‘মা’ হিসেবে আগামী প্রজন্মের জন্য সুন্দর এক ভবিষ্যৎ গড়বার লক্ষ্যে কাজ করেন।

"মা হয়ে ভবিষ্যৎ বংশধরদের জন্য যেন সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি,” প্রধানমন্ত্রী বলেন।

 

উনি বলেন অনার সরকার সুন্দরভাবে দেশ গড়তে চান।

 

"উন্নয়ন তৃণমূল পর্যন্ত করতে হবে," হাসিনা বলেন।

 

দেশের মানুষের উদ্দেশ্যে উনি বলেন যে নারী বৈষম্যের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক জনসচেতনতা গড়ে তুলতে হবে।

 

"নারী উন্নয়ন ছাড়া কোনো জাতি অগ্রগতি সাধন করতে পারে না," হাসিনা বলেন।

 

উনি দেশের পুরুষদের বলেন যে তারা যেন সংসারের কাজে হাত দেন।

 

হাসিনা বলেন পুরুষেরা সংসারের কাজে হাত দিলে অনেক সময় বাঁচবে ও বাড়ির ছেলে-মেয়েদের সঙ্গে একসঙ্গে সময় কাটানো যাবে।

 

প্রধানমন্ত্রী এই কথাগুলি বিসিএস উইমেন নেটওয়ার্কের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেছেন।