Bangladesh

পাকিস্তানের সন্ত্রাসের বিষয়ে অত্যন্ত খারাপ রেকর্ড, মনে করে বাংলাদেশ সরকার

পাকিস্তানের সন্ত্রাসের বিষয়ে অত্যন্ত খারাপ রেকর্ড, মনে করে বাংলাদেশ সরকার

| | 27 Aug 2016, 02:32 pm
ঢাকা, আগস্ট ২৭ঃ জঙ্গিবাদে যে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ হাত আছে তা পরিষ্কারভাবে জানিয়েছেন বাংলাদেশ সরকার।

কিছুদিন আগে, বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে প্রমান মিলেছে যে পাকিস্তান হল জঙ্গিদের ক্রমাগত আশ্রয় দিচ্ছে।

 

"সন্ত্রাসের বিষয় পাকিস্তানের অত্যন্ত খারাপ রেকর্ড রয়েছে," ইনু দ্যা  ইকনোমিক টাইমস পত্রিকাকে বলেছেন।

 

"জঙ্গিদের প্রশ্রয়ের প্রশ্নে পাকিস্তানের মানসিকতার কোনো রকম পরিবর্তন ঘটেনি," উনি বলেন।

 

"ইসলামাবাদ জঙ্গিদের ক্রমাগত আশ্রয় দিচ্ছে ও তাদের যথেষ্ট উত্তর দেওয়ার আছে," মন্ত্রি ভারত সফরে থাকাকালিন সেই দেশের দ্যা ইকনোমিক টাইমস পত্রিকাকে এই কথাগুলি বলেছেন।

 


উনি বলেন বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ হল ১৯৭১ সালের যুদ্ধের উত্তরাধিকার।

 

"সময় এসেছে ইসলামাবাদের সিদ্ধান্ত নেওয়ার যে তারা গণতান্ত্রিক ক্লাবে থাকতে চান কি না?" মন্ত্রি বলেন।

 

বাংলাদেশের মাটিতে জুলাই মাসে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় ২০ জন প্রান হারান।

 

জঙ্গিরা একটি কাফেতে হামলা চালিয়ে কয়েক ঘণ্টা জিম্মি রাখেন।

 

হত্যা করেন দেশি অ বিদেশি মিলিয়ে ২০ জন ব্যাক্তিকে।

 

সারারাত ধরে, অপারেশন চালিয়ে, বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা শেষ করেন এই জুলাই ১ এর বিভীষিকাময় রাতকে।

 

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা পাশে দাঁড়ান বাংলাদেশের ও সাহায্যের হাত বারিয়ে দেন।

 

শেখ হাসিনা সরকার শক্তভাবে আজ পর্যন্ত লড়াই করছে জঙ্গিবাদের বিরুদ্ধে।

 

চেষ্টা করছেন এই সমস্যাকে বাংলাদেশের মাটি থেকে নির্মূল করতে।

 

তবে আগের মত, এইবারেও, সরকার দেশের মানুষকে নিশ্চিত করে জানিয়েছেন যে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক জঙ্গি দল আইএস এর অস্তিত্ব নেই।

 

ইনু সাংবাদিকদের বলেনঃ "বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে এমন কোনো তথ্য নেই, যেখানে বলা যেতে পারে বাংলাদেশে আইএস জাল বিস্তার করছে।"

 

" বরং বাংলাদেশে যে জঙ্গি সংগঠনগুলো আছে সেই স্বদেশি জঙ্গি সংগঠনগুলোই বাংলাদেশের মাটিতে জাল বিস্তার করছে," উনি বলেন।

 

"তাদের সঙ্গে বিদেশি জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই," মন্ত্রি জানান ।