Bangladesh

মানব পাচারকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

মানব পাচারকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

| | 24 Jun 2015, 11:27 am
ঢাকা, জুন ২৪- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন মানব পাচারকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন।

উনি বলেন যে মানব পাচারকারীরা আন্তর্জাতিক চক্রের সাথে যুক্ত আছে।

 

হাসিনা বলেন যে বাংলাদেশ কোস্ট গার্ড মানব পাচারের বিষয় খবর পেলেই স্বল্পতম সময়ের মধ্যে অভিযান পরিচালনা করছেন।

 

হাসিনা এই কথাগুলি সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বলেছেন।

 

সরকারি দলের সাংসদ শরীফ আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথাগুলি বলেছেন।