Bangladesh

OikyoFront candidates to visit EC today

OikyoFront candidates to visit EC today

Bangladesh Live News | @banglalivenews | 03 Jan 2019, 06:58 am
ঢাকা, জানুয়ারি ৩ ঃ নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার বিকেলে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম-কারচুপির অভিযোগ জানাতে তারা ইসিতে যাবেন। ওইদিন বিকেল ৩টায় সব প্রার্থীকে নির্বাচন কমিশনে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে যাবেন। এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আপাতত ঐক্যফ্রন্টের একটাই কর্মসূচি, সেটি হচ্ছে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়া। এটি ছাড়া এখনও কোনো কর্মসূচির বিষয়ে আলোচনা হয়নি। যদি কোনো সিদ্ধান্ত হয়, গুলশান (বিএনপি চেয়ারপারসনের কার্যালয়) থেকে জানানো হবে।’

 

ক্যাপশান: ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।