Bangladesh

One fish costs Rs.1.5 lakh

One fish costs Rs.1.5 lakh

Bangladesh Live News | @banglalivenews | 15 Jan 2019, 07:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ১৫: মৌলভীবাজারের বাজারে ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছের দাম ১ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার শ্রীমঙ্গলের মাছ বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একদিনের মেলায় এই মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন এক বাবসায়ী। মেলায় অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ এখন বিশাল আকৃতির এই বাঘাইড়।


মেঘনা নদী থেকে নিয়ে আসা মাছটির বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৬০ কেজি।

 

এটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বিকেল তিনটা পর্যন্ত মাছটির দাম ওঠে ৮০ হাজার টাকা। তিনি প্রত্যশা করেন মাছটি বিক্রি হয়ে যাবে।


এদিকে মেলা উপলক্ষে পুরো বাজারে বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে। রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়সহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।


শ্রীমঙ্গল মাছ বাজার কমিটির সহ-সভাপতি মো. হান্নান মিয়া জানান, একদিনের এই মেলা উপলক্ষে এখানে বিক্রির জন্য বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এণ বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। মেলার সব চেয়ে বড় মাছ এই বাঘাইড়।