Bangladesh

রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা চাইলেন নাসিম

রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা চাইলেন নাসিম

| | 09 Sep 2017, 09:59 am
ঢাকা, সেপ্টেম্বর ৯ঃ দেশের এক নেতা আজ বলেছেন মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে  এই কথাটি বলেছেন।

 

ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকের শেষে সাংবাদিদকের এই কথা জানিয়েছেন।

 

নাসিম বি এন পি এর উদ্দেশে বলেনঃ "আসুন, সবাই সরকারকে সহযোগিতা করি। দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না, এতে লাভ হবে না। মানবিক কারণে শেখ হাসিনাকে সহায়তা করার জন্য আপনারা এগিয়ে আসুন।"

 

"দয়া করে অন্য কোনো কিছু করার চেষ্টা করবেন না। অহেতুক সমালোচনা করবেন না। সমালোচনা করার সময় এখন না, এখন হলো মানুষকে সাহায্য করার সময়। সরকারকে সহায়তা করার সময়," নাসিম বলেন।

 

হাসিনাঃ "রোহিঙ্গাদের সমস্যা নিয়ে শেখ হাসিনাকে দল-মতনির্বিশেষে সহযোগিতা করুন।"

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের মানুষকে বলেছেন যে মিয়ানমার থেকে এই দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য সেই দেশকে চাপ দেওয়া হচ্ছে।

 

বাংলাদেশে আসা তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বৈঠকের পর নিজের দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ঞ্জের বক্তব্য রাখার সময় হাসিনা এই কাথগুলি বলেছেন।

 

প্রসঙ্গত, তুরস্কের ফার্স্ট লেডি এই দেশে এসেছেন রোহিঙ্গাদের দুর্দশা দেখতে।

 

হাসিনা নিজের বক্তব্যে বলেছেনঃ "এই যে একেকটা ঘটনা ঘটছে, আর মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় ছুটে আসছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদের সহযোগিতা করতে।"

 

"সাথে সাথে আমরা মিয়ানমার সরকারকেও চাপ দিচ্ছি," লোক ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে হাসিনা বলেন।

 

হাসিনা বলেন বাংলাদেশ চায় যে মিয়ানমার যেন নিজের দেশের মানুষদের ফিরিয়ে নিয়ে যায়।

 

জাতিগত নিপীড়নের শিকার হয়ে ৫ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আছেন।

 

বাংলাদেশ বহুবার মিয়ানমার সরকারকে এই মানুষদের ফিরিয়ে নিতে আহ্বান করলেও তাতে সারা দেয়নি।

 

এর মাঝে, মিয়ানমারের নেত্রী অং সান সুচি দাবি করেছেন রাখাইনে প্রত্যেককে রক্ষা করবার জন্য চেষ্টা করছে দেশের সরকার।

 


রাখাইনে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে বহু  রোহিঙ্গা মুসলিমেরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।