Bangladesh

Over 23 thousand Dengue patients recovering, going home

Over 23 thousand Dengue patients recovering, going home

Bangladesh Live News | @banglalivenews | 08 Aug 2019, 04:44 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৬ : চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২৩ হাজার ৬১০ জন। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮ হাজার ৭০৭ জন রোগী। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ হাজার ৪২৮ জন  ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ঢাকার ৪০ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৩৮৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩১৮ জন ভর্তি রয়েছেন।

 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬২, মিটফোর্ড হাসপাতালে ১৩৮, ঢাকা শিশু হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৯৭, বারডেম হাসপাতালে ২৪, বিএসএমএমইউতে ৩৫, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৪২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯, বিজিবি হাসপাতাল পিলখানায় ৮, সম্মলিু সামরিক হাসপাতালে ৪৫ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১০ জন  ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

 

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৭ জন, খুলনা বিভাগে ১৮৬ জন, রংপুর বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, সিলেট বিভাগে ৩৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৯ জন  ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।