Bangladesh

Over 40 thousand poll booths in Bangladesh

Over 40 thousand poll booths in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 09 Dec 2018, 10:47 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১০: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

এবার মোট ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি। রোববার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১১ জন। পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর দেশজুড়ে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। নির্বাচন কমিশন প্রথমে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করলেও পরে তা পেছানো হয়।


রাজনৈতিক দলগুলোর দাবির মুখে নির্বাচন ১ সপ্তাহ পিছিয়ে ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এর আগে গত আগস্টে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়। বিগত দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্রছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি।


সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কক্ষের সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। একাদশ জাতীয় নির্বাচনে ১৭ হাজার ৪৬২টি ভোট কক্ষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৫৪০টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষের সংখ্যা ৯৭ হাজার ৮৫৯টি এবং নারী ভোট কক্ষ ১ লাখ ৮ হাজার ৬৮১টি।