Bangladesh

Over 400 Bangladeshi doctors infected by COVID-19

Over 400 Bangladeshi doctors infected by COVID-19

Bangladesh Live News | @banglalivenews | 29 Apr 2020, 05:41 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৯ : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩৮৭ জন থাকলেও গত ২৪ ঘণ্টার ব্যবধানে সংখ্যাটি বেড়ে ৪৩৬ জনে দাঁডড়িয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ৪৩৬ চিকিৎসকের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৩৩৬ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ১৪, রংপুরে ৫ ও ময়মনসিংহে ৪৭ এবং রাজশাহী বিভাগে একজন।


এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মোট ১৫৫ জনের প্রাণ কেড়ে নিলো।

আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৬২।

এ ছাড়া সুস্থ হয়েছেন আরও আটজন, এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯-এ।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।