Bangladesh

লন্ডনে হাসিনা- মোদি বৈঠক ॥ সব বিষয়ে আলোচনা হয়েছে

লন্ডনে হাসিনা- মোদি বৈঠক ॥ সব বিষয়ে আলোচনা হয়েছে

| | 20 Apr 2018, 06:04 am
২০ এপ্রিল ২০১৮ : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হওয়া ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) বাইরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়েই আলোচনা করেছেন।

বৈঠকের পর  বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক জানান, আগামী মাসের শেষদিকে কলকাতায় বিশ্ব ভারতীতে ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ভারতীর ওই অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও যাওয়ার কথা রয়েছে। 

 

রোহিঙ্গা ইস্যু ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এক টুইট বার্তায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী ফলপ্রসূ আলোচনা করেছেন বলে জানান টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘প্রতিবেশীরাই প্রথম। একজন প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখছি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত ফলপ্রসূভাবে বিনিময় করেছেন।’ 
 

এর আগে লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে শুরু হয় ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন উদ্বোধন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সম্মেলনে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন।

২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে ১৭ এপ্রিল লন্ডনে পৌঁছার পর প্রধনামন্ত্রী এ পর্যন্ত ক্রয় কমিটি, জ্বালানি মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট ১৩টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ফাইলে (ই-ফাইলে) স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে গুরুত্বপূর্ণ সব ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য অফিসকে নির্দেশ দিয়েছেন।
 

ক্যাপশান : বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের বাইরে বৈঠক করেছেনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: পিএমও