Bangladesh

আগের থেকে শিশু নির্যাতনের ঘটনা বাড়েনিঃ মেহের আফরোজ চুমকি

আগের থেকে শিশু নির্যাতনের ঘটনা বাড়েনিঃ মেহের আফরোজ চুমকি

| | 12 Oct 2017, 10:40 pm
ঢাকা, অক্টোবর ১৩ঃ মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন যে বাংলাদেশের মাটিতে শিশু নির্যাতনের ঘটনা বাড়েনি।

চুমকি বলেছেন যে এই ধরণের খবর এখন বেশি করে প্রকাশ পাওয়ার ফলে মানুষ জানতে পারছে।

 

জাতীয় শিশু অধিকার সপ্তাহ ও কন্যাশিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার এফডিসিতে এক অনুষ্ঠান উদ্বোধনের নিজের বক্তব্য রাখবার সময় এই মন্তব্য করেছেন উনি।

 

মন্ত্রী বলেনঃ "আমি কিছুতেই মেনে নিচ্ছি না যে শিশু নির্যাতন বেড়েছে।"

 

এই বিষয় খবর আগের থেকে বেশি প্রকাশ পাচ্ছে এমন মন্তব্য করে মন্ত্রী বলেনঃ "আগে এত চ্যানেল, এত পত্রিকা ছিল না। মানুষের কাছে দেশের সব খবর পৌঁছাত না এত সহজেই। নিউজ বেড়ে যাওয়ায় এখন তারা জানতে পারছে নির্যাতনের খবরগুলো। ফলে ধরে নিচ্ছে, আগের তুলনায় নির্যাতন বেড়েছে।”

 

উন আরও দাবি করেন যে আগে এই ধরণের ঘটনা বেশি ঘটত।

 

"তখন আমরা সব খবর পেতাম না। মুক্তিযুদ্ধের সময় পাশবিক নির্যাতনের কথা আমরা জানি, কিন্তু কত শিশু যে নির্যাতিত হয়েছে তা কি জানি? এর পরবর্তী সময়েও আমাদের দেশে বহু ঘটনা ঘটেছে, যা আমাদের নজরে আসত না," মন্ত্রী বলেন।

 

উনি আরও বলেন যে এখন সরকার, এনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রত্যক্ষ হস্তক্ষেপের ফলে এই ধরণের ঘটনা অনেক বেশি কমে গেছে।

 

Image: Wikimedia Commons