Bangladesh

Pathorghata Explosion: Case filed against owner of house
Amirul Momenin

Pathorghata Explosion: Case filed against owner of house

Bangladesh Live News | @banglalivenews | 19 Nov 2019, 06:50 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ১৯ : চট্টগ্রামের পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগে মামলা হয়েছে। ওই ঘটনায় নিহত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহীনা আক্তার বাদি হয়ে সোমবার মামলা করেন। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এ কথা জানান। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান।

একাধিক পুলিশ কর্মকর্তা জানান, মামলায় ভবন মালিক দুই সহোদর অমল বড়ুয়া ও টিটু বড়ুয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে। বড়ুয়া ভবনের নিচতলায় রোববার সকালে বিস্ফোরণে সাতজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। হতাহতরা সবাই ওই বাড়ির বাসিন্দা ও পথচারী।


নিহতরা হলেন- স্কুল শিক্ষিকা এনি বড়ুয়া (৪০), গৃহবধূ জুলেখা খানম ফারজানা (৩৩), তার দ্বিতীয় শ্রেণিপড়ুয়া সাত বছর বয়েসী শিশুপুত্র আতিকুর রহমান শুভ, রিকশা চালক আব্দুল শুক্কুর (৫০), ভ্যানচালক মো. সেলিম (৪০), রঙ মিস্ত্রি নুরুল ইসলাম (৩১) ও মাহমুদুল হক (৪০)।


বিস্ফোরণে ওই ভবনের নিচতলার দেয়াল ও সীমানাপ্রাচীর ধসে রাস্তার ওপর পড়লে পথচারী ও চলতিপথের যাত্রীরাও আহত হন। বড়ুয়া বিল্ডিংয়ের আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।


ফায়ার সার্ভিস, পুলিশ ও বিস্ফোরক অধিদপ্তর বিস্ফোরণের জন্য গ্যাস লাইনের ত্রুটিকে চিহ্নিত করলেও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল) তা নাকচ করে গ্যাস লাইনের কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেছে।