Bangladesh

বাংলাদেশের মাটিতে গুপ্তহত্যার বিষয় উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ

বাংলাদেশের মাটিতে গুপ্তহত্যার বিষয় উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ

| | 13 Jun 2016, 01:41 pm
জেনেভা, জুন ১৩- মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাই কমিশনার জাইদ রাদ আল হোসেইন সোমবার বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া একের পর এক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিজের বক্তব্য রাখবার সময়, উনি বলেনঃ "বাংলাদেশে মুক্তমনা, উদার, ধর্মীয় সংখ্যালঘু ও এলজিবিটি অধিকারকর্মীদের নৃশংস কায়দায় হত্যার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি খুবই উদ্বিগ্ন।"

 

দেশে সরকারকে এই পরিস্থিতিতে উনি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন।

 

"আমি বাংলাদেশ সরকার, দেশটির সব রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানাই, মানুষের স্বাধীনতার ওপর এই হামলার তাঁরা নিন্দা জানান এবং আক্রান্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন," উনি নিজের বক্তব্যে বলেন।

 

গত এক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে  লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা ঘটেছে।

 

এদের পাশাপাশি আক্রান্ত হয়েছেন বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু সহ বিভিন্ন মানুষ।

 

Image: © UN Sri Lanka/Muradh Mohideen