Bangladesh

নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের ছয় জঙ্গি ভারতে গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের ছয় জঙ্গি ভারতে গ্রেপ্তার

| | 26 Sep 2016, 11:30 am
কলকাতা, সেপ্টেম্বর ২৬ঃ ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

তারদের মধ্যে তিনজন বাংলাদেশী বলে জানিয়েছেন সেই দেশের পুলিশ।

 

পুলিশ ধারণা যে তারা ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

 

গ্রেপ্তার ব্যাক্তিদের মধ্যে আছেন আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনাম। উনি জেএমবির পশ্চিমবঙ্গ শাখার প্রধান।

 

জাহিদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, শাহিদুল ইসলাম ও আবদুল কালাম  ও মাওলানা ইউসুফ ওরফে আবু খেতাবকে পুলিশ গ্রেপ্তার করেছেন।

 

বিভিন্ন জায়গা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জানায় পুলিশ।

 

পুলিশ জানিয়েছেন গ্রেপ্তার ব্যাক্তিদের থেকে বিস্ফোরক, ডেটোনেটর, জাল পরিচয়পত্র, একটি ল‌্যাপটপ, মোবাইল ফোন এবং বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা পাওয়া গেছে।