Bangladesh

প্রিয় লেখক দ্বিজেন শর্মাকে শেষ শ্রদ্ধা জানালেন দেশের মানুষ

প্রিয় লেখক দ্বিজেন শর্মাকে শেষ শ্রদ্ধা জানালেন দেশের মানুষ

| | 17 Sep 2017, 09:40 am
ঢাকা, সেপ্টেম্বর ১৭ঃ আজ দেশের মানুষ প্রিয় লেখক দ্বিজেন শর্মাকে শেষ শ্রদ্ধা জানান।

ভক্ত-অনুরাগী ও বন্ধুরা আজ ওনাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।


সকালে, লেখককে বাংলা একাডেমিতে বন্ধু-অনুরাগী এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান।

 

নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারেও।


শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন উনি।


বয়স হয়েছিল ৮৮।

 

আজকে এই হাসপাতালের হিমঘর থেকে বেলা ১১টার দিকে লেখকের  মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমিতে।

 

সেখানে বহু মানুষ তাদের এই প্রিয় মানুষকে শেষবারের জন্য দেখতে আসেন।

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ আওয়ামী লীগের পক্ষ থেকে এই লেখকে প্রথমে শ্রদ্ধা জানান।

 

মন্ত্রী ছাড়াও, আজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই বিখ্যাত বাঙ্গালী লেখককে কফিনে ফুল দেন কর্মকর্তারা।

 

সবুজবাগে রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দির সংলগ্ন শ্মশানে শর্মার  শেষ কৃত্য হওয়ার কথা আছে।

 

১৯২৯ সালের ২৯ মে, তৎকালীন সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন এই লেখক।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেছিলেন এই  লেখক।

 

বিজ্ঞান, শিশুসাহিত্যসহ বিভিন্ন ভাষায় নিজের জীবনে লিখে গেছেন শর্মা।

 

প্রকৃতি ও সৌন্দর্য চিরকাল এই লেখককে আকৃষ্ট করেছে।

 

নিজের কাজের জন্য বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন উনি।