Bangladesh

মীর কাসেম আলী ফাঁসি: পাকিস্তানকে কড়া বার্তা দিল বাংলাদেশ

মীর কাসেম আলী ফাঁসি: পাকিস্তানকে কড়া বার্তা দিল বাংলাদেশ

| | 04 Sep 2016, 06:37 am
ঢাকা, সেপ্টেম্বর ৪: মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কিছু ঘণ্টার মধ্যে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরী ব্যাপার ও পাকিস্তানের সেই বিষয় মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এই বিষয়টি আজ পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে এই দেশের সরকার।

শনিবার রাতে জামায়াত নেতা মীর কাসেম আলীকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

পাকিস্তানের সরকার তারপরে একটি বিবৃতি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান।



তারপরেই, বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করেন।

 

মেহতাবকে আজ নিজের কার্যালয় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান।

 

পরে এই সাক্ষাৎ এর পরে, উনি সাংবাদিকদের জানানঃ "মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান যে মতামত দিয়েছে, সেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।"

 

" এ নিয়ে পাকিস্তানের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই," উনি বলেন।