Bangladesh

PM Hasina gives 20 lakh fee as home rent of three players

PM Hasina gives 20 lakh fee as home rent of three players

Bangladesh Live News | @banglalivenews | 08 Jan 2020, 06:55 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ৮ : ২০১৬ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ-সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শ্যুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তকে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তাদের ফ্ল্যাট বুঝিয়েও দিয়েছেন। তবে সরকারি ফ্ল্যাটে ওঠার আগে তারা বাসা ভাড়া করে থাকতেন। সেখানে তাদের বকেয়া বাসা ভাড়া জমা পড়েছে অনেক। এবার সেই তিন ক্রীড়াবিদের বকেয়া বাসা ভাড়ার টাকাও পরিশোধ করে দিলেন প্রধানমন্ত্রী।

গতকাল (সোমবার) সন্ধ্যায় তিনজনকে গণভবনে ডেকে তাদের ২০ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শ্যুটার শাকিল ৭ লাখ ২০ হাজার টাকা, ভারোত্তোলক মাবিয়া আক্তার ৬ লাখ ৬০ হাজার এবং সাঁতারের মাহফুজা খাতুন শিলা ৬ লাখ ৬০ হাজার টাকা পেয়েছেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন।