Bangladesh

PM Hasina pledges to create Sonar Bangla

PM Hasina pledges to create Sonar Bangla

Bangladesh Live News | @banglalivenews | 18 Apr 2020, 03:44 am
ঢাকা, এপ্রিল ১৮ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়েছেন। শুক্রবার ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার রাতে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে সরকার গঠন করে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতির পিতার অসমাপ্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করছি। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। গ্রামকে শহরে রূপান্তর করা হচ্ছে। আমরা আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।’


বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল ‘এক অবিস্মরণীয় দিন’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পাশাপাশি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করা হয়। সেদিন থেকে এ স্থানটি ‘মুজিবনগর’ নামে পরিচিতি লাভ করে।’


ঐতিহাসিক এ দিনে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা জানান স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেছেন জাতীয় চার নেতাকে। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদ এবং নির্যাতিত মা-বোনদের। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন তিনি।