Bangladesh

PM's action will be held acros Bangladesh: Kader

PM's action will be held acros Bangladesh: Kader

Bangladesh Live News | @banglalivenews | 29 Sep 2019, 09:20 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২৯ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এই অ্যাকশন শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলায়...। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততে হবে।

তিনি বলেন, গুটিকয়েক অপকর্মকারী, গুটিকয়েক দুর্নীতিবাজের জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


কাদের বলেন, গুটিকয়েকের জন্য গোটা পার্টি কেন এই বদনামের ভাগীদার  হবে? আমাদের ইমেজকে যারা ড্যামেজ করছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার এ লড়াই, অ্যাকশন আপনারা সমর্থন করেন? সবাই ঐক্যবদ্ধ আছেন? তখন উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সমর্থন জানান।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপকর্মকারীদের প্রশ্রয় দেয়া হবে না। তাদের জন্য এত উন্নয়ন, অর্জন ম্লান হতে পারে না। আমাদের নেত্রী কষ্ট করে, পরিশ্রম করে যে অর্জন করেছেন তা আমাদের গুটিকয়েকের জন্য ম্লান হতে দিতে পারি না।


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, আজকের বিশ্বে ক্ষমতাধর শুধু নন সেরা দশজনের মধ্যে একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বিশ্বের পরিশ্রমী নেতাদের মধ্যে অন্যতম। আমরা তাকে অভিনন্দন জানাই। তিনি দেশে-বিদেশে সমাদৃত হয়েছেন তার অর্জনের জন্য, উন্নয়নের জন্য। তিনি টিকাদান কর্মসূচিতে সফলুার জন্য ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন।


কাদের বলেন, তিনি যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্যও জাতিসংঘ পদক পেয়েছেন। আপনি বাংলাদেশের জন্য যে সুনাম ও সম্মান বয়ে এনেছেন। আপনি দেশবাসীকে উৎসর্গ করেছেন আপনার পাওয়া যত সম্মাননা।