Bangladesh

PM Sheikh Hasina and President Hamid to greet nation on Eid

PM Sheikh Hasina and President Hamid to greet nation on Eid

Bangladesh Live News | @banglalivenews | 11 Aug 2019, 12:57 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ১১ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১২ আগস্ট সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

 

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে। এতে ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তিনি বলেন, সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। প্রেস সচিব আরো জানান, এর আগে রাষ্ট্রপতি ঈদের দিন সকাল ৮টায় হাইকোর্টেও সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন।


এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১২ আগস্ট তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয়  নেতা ও কর্মী, বিচারক এবং বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয়  নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণী ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে প্রধানমন্ত্রী একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, বিদেশী কূটনীতিক, সিনিয়র সচিবগণ এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।