Bangladesh

PM Sheikh Hasina urges party workers to win hearts of people

PM Sheikh Hasina urges party workers to win hearts of people

Bangladesh Live News | @banglalivenews | 28 May 2019, 12:08 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৮ : নির্বাচিত জনপ্রতিনিধিদের জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে।’ তিনি বলেন, ‘জনস্বার্থে যদি আপনি কাজ করেন, মানুষের হৃদয় জয় করতে পারেন তাহলে জনগণই আপনার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আপনাকে তাদের সেবা করার সুযোগ দেবে।’

সোমবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, আপনারা তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। তাদের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। রাজনীতিটা যদি ব্যক্তি স্বার্থে হয় তাহলে সে রাজনীতি কখনও জনগণের কল্যাণ করতে পারে না।’ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপর বিরাট দায়িত্ব। মনে রাখতে হবে জনপ্রতিনিধি হওয়া মানেই শুধু যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের নয়, আপনি এলাকার সব মানুষেরই প্রতিনিধি।’


শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, আমি আওয়ামী লীগের সভাপতি কিন্তু যখন প্রধানমন্ত্রী তখন সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে সবার কল্যাণ করাই আমার দায়িত্ব। আপনারাও সেভাবে নিজেকে মনে করবেন এবং স্ব স্ব দায়িত্ব পালন করবেন।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে যে মর্যাদার আসন করে নিয়েছে সেটা অব্যাহত থাকবে। আপনারা সেভাবেই কাজ করবেন এবং আমার তরফ থেকে সব রকম সহযোগিতা পাবেন। ময়মনসিংহ নতুন সিটি কর্পোরেশন, এখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিন্তু আমার বিশ্বাস সেটা আপনারা পারবেন।’


প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান। পরে এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম একই স্থানে সংরক্ষিত আসনসহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৪৪ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।


সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের একরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। এর আগে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আহমেদ তার প্রার্থিতা প্রত্যাহার করেন।