Bangladesh

PM visit to India: Sheikh Hasina to be awarded special Dlit

PM visit to India: Sheikh Hasina to be awarded special Dlit

Bangladesh Live News | @banglalivenews | 26 May 2018, 12:49 am
ঢাকা, মে ২৬ঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে।

নজরুলজয়ন্তীতে বর্ধমানের আসানসোল শহরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে  আজ বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডিলিট দেওয়া হবে হাসিনাকে।

 

গতকাল পশ্চিমবঙ্গে আসেন হাসিনা।

 

দুদিনের এই সফরে এসেছেন উনি।

 

কোলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরে, হাসিনা  রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছান।

 

বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে উনি যোগদান করেন।

 

শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে গতকাল বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন।

 

কলকাতায় ফিরে আসার পরে, হাসিনা কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান।

 

সেখানে, উনি বাড়িটি ঘুরে দেখেন।

 

কলকাতার শিল্পপতিদের সাথে উনি সাক্ষাৎ করেন শুক্রবার সন্ধ্যায়।

 

এই সাক্ষাৎ এ উনি  ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশের শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশের শিল্পপতিদের ভারতের শিল্পে বিনিয়োগের করবার জন্য আহ্বান করেন।

 

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির রাজভবনে দেওয়া নৈশভোজে রাতে উনি অংশ নেন।

 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন উৎসবে আজ উনি যোগ দেওয়ার পাশাপাশি, হাসিনাকে  সম্মানজনক ডিলিট দেওয়া হবে।

 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ওনার হাতে এই বিশেষ সম্মান তুলে দেবেন।