Bangladesh

Poet Belal Chowdhury passes away

Poet Belal Chowdhury passes away

| | 24 Apr 2018, 08:05 am
ঢাকা, এপ্রিল ২৪ঃ একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য কবি বেলাল চৌধুরী আর নেই।

মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

 

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

 

বেলাল চৌধুরী ক্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা, হাইপোথাইরোটিজসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

 

জীবনের শেষ দিনগুলোতে কবি মূত্রনালির সংক্রমণজনিত ‘সেফটিসেমিয়া’ রোগেও ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

 

কবি পরিচয়ের পাশপাশি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসেবেও খ্যাতিমান ছিলেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে একুশে পদক পান তিনি।

 

ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। রূপালী গ্রুপের ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ পত্রিকাটিও তিনি সম্পাদনা করতেন। বেশ কয়েক বছর কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’- এ চাকরি করেন।

 

তার কলকাতাবাসের সময়ে সেখানে আধুনিক বাংলা কবিতার দিকপাল কবিদের সঙ্গে তার পরম সখ্য গড়ে ওঠে।

 

বন্ধুভাগ্যের দিক থেকে তার জুড়ি মেলা ভার। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়াও মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, লরেন্স ফার্লিংঘেট্টিসহ দেশ-বিদেশের বহু কবির সঙ্গে গভীর বন্ধুত্ব, আড্ডা ও নিবিড় যোগাযোগ ছিল বেলাল চৌধুরীর।

 

দুই বাংলার কবিদের সেতুবন্ধ রচনার সূত্রধর ছিলেন তিনি। শক্তি চট্টোপাধ্যায় আর বেলাল চৌধুরী ছিলেন এককথায় হরিহর আত্মা। তাদের বন্ধুত্ব ও আড্ডার নানান কাহিনী আজো দুই বাংলার কবিদের আড্ডার খোরাক।