Bangladesh

Police force has successfully kept law and order situation under control: Sheikh Hasina

Police force has successfully kept law and order situation under control: Sheikh Hasina

Bangladesh Live News | @banglalivenews | 16 Sep 2018, 11:40 am
ঢাকা, সেপ্টেম্বর ১৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন যে দেশের পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বজায় রাখতে সফল হয়েছে।

রোববার ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের উদ্বোধন করবার সময় হাসিনা এই মন্তব্যগুলি করেছেন।

 

“আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের জনগণের নিরপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এখন মানুষের কিন্তু পুলিশের ওপর একটা আস্থা বিশ্বাসও ফিরে এসেছে, যেটা অত্যন্ত গুরুত্বপুর্ণ বলে মনে করি," হাসিনা বলেন।

 

উনি বলেন নতুন উদ্বোধনের ফলে এই দুই এলাকার মানুষ সুবিধা পাবে।

 

“এ দুই অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে, তারা সুন্দরভাবে বাঁচতে পারবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরও তরান্বিত হবে, সেটাই আমরা বিশ্বাস করি," হাসিনা বলেন।

 

উনি বলেন ওনার পিতা বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা দিয়ে গেছেন ও এখন সেই দেশের উন্নতি উনি করবেন।

 

হাসিনা বলেন দেশের পুলিশ দুর্দান্ত কাজ করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে।

 

“এই দেশে আমাদের কিছ জঙ্গিবাদ সন্ত্রাস বাংলা ভাই সৃষ্টি হয়েছিল। কিন্তু পুলিশ বাহিনী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুলিশ, র‌্যাব ও আইনশৃ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার বলিষ্ঠ ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে," উনি বলেন।

উনি বলেন নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপের ফলেই এই সমস্যাগুলি নিয়ন্ত্রণে আছে।

 

২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধের মধ্যে নাশকতা দমনে পুলিশের ভূমিকার কথাও একবার নিজের বক্তব্যে হাসিনা মনে করান।

 

"২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধের মধ্যে নাশকতা দমনে পুলিশের ভূমিকার," উনি বলেন।