Bangladesh

Police gives tough message ahead of Durga Puja festival

Police gives tough message ahead of Durga Puja festival

Bangladesh Live News | @banglalivenews | 26 Sep 2018, 10:47 am
ঢাকা, সেপ্টেম্বর ২৬ঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে যে কোনো অপপ্রচার বা গুজব’ছড়ালে ব্যবস্থা নেওত্যা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

দুর্গাপূজা সামনে রেখে বুধবার পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক সভায় এই মন্তব্যগুলি করেছেন পাটোয়ারী।

 

“কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, এমন প্রচার চালালে তা বন্ধ করা হবে। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে," উনি বলেন।

 

গুজব ছড়ানোর থেকে বিরত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সোশাল মিডিয়া মনিটর করতে বলেন উনি।

 

দেশজুড়ে আগামী মাসের মাঝামাঝি দুর্গাপুজা উৎসবে মাতবে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

 

আগামী ৮ অক্টোবর মহালয়ার  মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হতে চলেছে।