Bangladesh

Police to submit chargesheet in Gulshan attack incident

Police to submit chargesheet in Gulshan attack incident

Bangladesh Live News | @banglalivenews | 01 Jul 2018, 07:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ১ : গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার দুই বছর পর জড়িত ২১ জনকে চিহ্নিত করার পর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ। বাকি ১৩ জন নজিরবিহীন ওই হামলার পর বিভিন্ন অভিযানে নিহত হন বলে জানা যায়।

গুলশান হামলার দুই বছর পূর্তির আগের দিন শনিবার পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশানাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকের বলেন, ‘বাস্তবায়ন, প্রস্তুুতি এবং সর্বশেষ হামলা পর্যন্ত আমরা মোট ২১ জনের সম্পৃক্ততা পেয়েছি। এই ২১ জনের ভেতরে বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে আমরা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছি।

 

যার মধ্যে দুজন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিতে যাচ্ছি।’ আগামী এক সপ্তাহের মধ্যে এই অভিযোগপত্র দেওয়ার কথা।


২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

 

তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অভিযান ঘটে। হামলায় অংশ নেওয়া নব্য জেএমবির পাঁচ জঙ্গি ওই অভিযানে নিহত হয়। পরে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম, তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, আবু রায়হান তারেক, সারোয়ার জাহান, বাসারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হন। গ্রেপ্তার আছে রাজীব গান্ধী, বড় মিজান, রফিকুল ইসলাম রিগ্যান, সোহেল মাহফুজ, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ ও হাদিসুর রহমান সাগর। তবে ঘটনার সময় গ্রেপ্তার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের ওই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি।


পুলিশ জানায়, চিহ্নিত ২১ জনের মধ্যে পাঁচজন গুলশান হামলায় সরাসরি অংশ নেন। বাকিরা হামলার পরিকল্পনা, সমন্বয়, প্রশিক্ষণ এবং অস্ত্র-বোমা সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন।