Bangladesh

Polls caused great loss to nation: BNP

Polls caused great loss to nation: BNP

Bangladesh Live News | @banglalivenews | 30 Dec 2018, 07:13 am
ঢাকা, ডিসেম্বর ৩০ঃ বিএনপি আজ বলেছে যে দেশে যেভাবে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে দেশের ক্ষতি হয়ে গেল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন প্রতিষ্ঠানের উপরে দেশের মানুষের আস্থা থাকবে না।

সাংবাদিকদের আজ উনি বলেনঃ "সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা প্রায় একই রকম। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার প্রশাসনের কাছে গেছি। রিটার্নিং অফিসারের কাছে গেছি।"

"আমি তাদের বলেছি আপনারা ব্যবস্থা নেন। তারা তা সহজে নেননি। নিলেও দেরি করে নিয়েছেন," উনি বলেন।

উনি আরও বলেনঃ "একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে আছি, পরে আমরা সিদ্ধান্ত নেব।"

আজ বাংলাদেশে একাদশতম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছেন সংঘাত, সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্র স্থগিত হয়েছে।


আজ সকাল ৮ টা থেকে বিকেন ৪ টে পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলেছে। এই মুহূর্তে গণনা চলছে।

সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়।

সেই অনুযায়ী, হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের কাছাকাছি।

এই ভোট ঘিরে সহিংসতায় দেশের দশ জেলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম সুত্রে খবর অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী।

এর পাশাপাশি, দেশের  বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণাও এসেছে।