Bangladesh

 আইনের ৩২ ধারা সাংবাদিকদের কাজে বাধাগ্রস্ত করবে নাঃ আনিসুল হক

আইনের ৩২ ধারা সাংবাদিকদের কাজে বাধাগ্রস্ত করবে নাঃ আনিসুল হক

| | 06 Feb 2018, 05:43 am
ঢাকা, ফেব্রুয়ারি ৬ঃ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের কাজে বাঁধা সৃষ্টি করবে না ,আজ এই বিষয়টি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্য রাখার সময় মন্ত্রী রি মন্তব্যগুলি করেন।

 

উনি আরও বলেন যে  সাংবাদিক তাঁর বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্য যদি ৩২ ধারায় অভিযুক্ত হন তাহলে উনি নিজে ওনার পক্ষে মামলা লড়বেন।

 

মন্ত্রী আরও বলেন যে এমন পরিস্থিতিতে উনি বিনা বেতন নিয়ে সেই সাংবাদিকদের হয়ে মামলা লড়বেন।

 

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রীসভা গত ৩০ জানুয়ারি দেয়।

 

এই পদক্ষেপে,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে দেওয়া হয়েছে।

 

তবে,   নতুন আইনে ৫৭ ধারার বিষয়বস্তুগুলো চারটি ধারায় ভাগ করে দেওয়া হয়েছে।

 

রাখা হয়েছে আলাদা শাস্তির বিধান।

 

বিশেষ করে বেশি আপত্তি উঠেছে  ৩২ ধারাটি নিয়ে।

 

এই ধারাটিতে বলা হয়েছে যে  কোনো ব্যক্তি বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বিধিবদ্ধ কোনো সংস্থার অতিগোপনীয় বা গোপনীয় তথ্য-উপাত্ত কম্পিউটার, ডিজিটাল যন্ত্র, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন, তবে সেই কাজকে ধরা হবে কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ।