Bangladesh

President Hamid to join Narendra Modi's oath taking ceremony

President Hamid to join Narendra Modi's oath taking ceremony

Bangladesh Live News | @banglalivenews | 28 May 2019, 12:10 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৮ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যোগ দেবেন। এ উপলক্ষে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ২৯ মে নয়াদিল্লি যাবেন তিনি। আগামী বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে সরকারি সূত্র জানিয়েছে, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা থাকলেও সোমবার এতে পরিবর্তন আনা হয়। রাষ্ট্রপতির  নেতৃত্বে¡ তিনি বাংলাদেশের প্রতিনিধি দলে থাকছেন।


সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫৪ আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট। গত নির্বাচনের মতো এবারও তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।


সোমবার সরকারপ্রধান শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান আবদুল হামিদের সঙ্গে দেখা করে আসার পর বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি যাচ্ছেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে।


রাষ্ট্রপতি ২৯ মে বিকালে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন। ৩০ মে শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর ৩১ মে দেশে ফিরবেন। তিনদিনের ওই সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও আবদুল হামিদের বৈঠক হতে পারে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।