Bangladesh

Prime Minister Sheikh Hasina arrives in London

Prime Minister Sheikh Hasina arrives in London

| | 16 Apr 2018, 11:41 pm
লন্ডন, এপ্রিল ১৭ঃ সৌদি আরবের সফর সেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন।

কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দেওয়ার জন্য উনি এই শহরে এসেছেন।


সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে সৌদি সরকারের একটি বিশেষ ফ্লাইটে  উনি পৌঁছান লন্ডন শহরে।

 

ব্রিটিশ সরকারের কমনওয়েলথ ও পররাষ্ট্র দপ্তরের প্রটোকল পরচালক নেইল হল্যান্ড এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ওনাকে বিমানবন্দরে উপস্থিত থেকে হাসিনাকে অভ্যর্থনা জানান।

 

সাত দিনের এই লন্ডন সফরে উনি থাকবেন শহরের ক্লারিজ হোটেলে।

 

যুক্তরাজ্য ও ইউরোপ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী  হাসিনাকে হোটেলে পৌঁছালে সংবর্ধনা জানান।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের আমন্ত্রণে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছেন বাংলাদেশের নেত্রী।

 

তবে, গতকাল হাসিনা সৌদি আরবে সেই দেশের নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর জোটের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-ওয়ান' এর কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

 

লন্ডন সফরে আসার আগে হাসিনা সৌদি সফরে গেছিলেন।

 

যুক্তরাজ্যে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি উনি বেশ কিছু বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করবেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

বেশ কিছু অনুষ্ঠানেও ওনার যোগ দেওয়ার কথা আছে।

 

আগামী ২৩ এপ্রিল হাসিনার দেশে ফেরার কথা আছে।