Bangladesh

Professor Rezaul murder: 2 given death, 3 awarded lifer

Professor Rezaul murder: 2 given death, 3 awarded lifer

Bangladesh Live News | @banglalivenews | 08 May 2018, 08:31 am
ঢাকা, মে ৮ঃ দেশের এক আদালত আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় দুইজন ব্যাক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এই মামলায় আদালত তিনজনকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

 

আজকের এই গুরুত্বপূর্ণ রায়টি দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার।

 

বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আবদুল্লাহ ওরফে সাকিব ও শরিফুল ইসলামকে এই মামলায় আদালত আজ  মৃত্যুদণ্ড দিয়েছেন।

 

যে তিনজনকে আদালত  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তারা হলেন  নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী নগরের নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তাঁর ছেলে রিপন আলী।

 

আজকের এই রায়কে ঘিরে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ছিল।

 

শরিফুল ইসলাম এই মুহূর্তে পলাতক আছেন।

 

তবে, আদালতে আজকে রায় দেওয়ার সময় উপস্থিত ছিলেন  মাসকাওয়াত হাসান, রহমত উল্লাহ, আবদুস সাত্তার ও রিপন আলী।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে নিজের বাড়ি থেকে কিছু দূরে  ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

 

মামলার তদন্ত কর্মকর্তারা এই ঘটনার তদন্তের শেষে ২০১৭ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।