Bangladesh

Promise made to create a nation without drugs, child marriage

Promise made to create a nation without drugs, child marriage

| | 16 Apr 2018, 09:01 am
ঢাকা, এপ্রিল ১৬ঃ মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে চুয়াডাঙ্গার দুই হাজার শিক্ষার্থী।

সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ শপথ নেয় শিক্ষার্থীরা।


এ অনুষ্ঠানের আয়োজন করে লাল-সবুজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


আলোচনা সভা শেষে ওই বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার শপথ নেয়।


এ সময় শিক্ষার্থীরা শপথের পাশাপাশি দেশের জন্য মরণব্যাধি জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখায়।