Bangladesh

বাংলার প্রতি অবহেলা কেন? প্রশ্ন করলেন শেখ হাসিনা

বাংলার প্রতি অবহেলা কেন? প্রশ্ন করলেন শেখ হাসিনা

| | 24 Feb 2018, 08:40 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৪ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা ভাষা চর্চা না করার দীনতা পরিহার করবার জন্য দেশের মানুষকে আহ্বান করেছেন।

" ভাষা শহীদরা রক্তের অক্ষরে মাতৃভাষার মর্যাদা দিয়ে গেছেন। আমরা সেটা শিখব না কেন? আমরা বলব না বা চর্চা করব না কেন?" হাসিনা প্রশ্ন করেন।

 

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার ঢাকায় আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে নিজের বক্তব্য দেওয়ার সময় হাসিনা এই মন্তব্য করেন।

 

হাসিনা প্রশ্ন করেনঃ "আমি জানতাম না.. এই বিষয়ে ইউজিসির সাথে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আলোচনা করতে হবে; এটা কেন? বাংলা ভাষার প্রতি এই অবহেলা কেন?"

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  বাংলা ভাষা শিক্ষা হবে না কেন এই প্রশ্ন করেন হাসিনা।

 

"বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা হবে না, বাংলা সাহিত্য সম্পর্কে কোনো শিক্ষার ব্যবস্থা থাকবে না; এটা তো হতে পারে না। এটা কেন হবে?”হাসিনা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন ওনার সরকার  অন্য ভাষা শেখার বিপক্ষে নয়।

 

"বিশ্বের সাথে যোগাযোগ রাখতে গেলে আমাকে অন্য ভাষা শিখতেই হবে। তবে অন্য ভাষা না শিখলে আমরা উন্নত হতে পারব না; এটা আমি বিশ্বাস করি না," প্রধানমন্ত্রী বলেন।