Bangladesh

 সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন, জানাল র‍্যাব

সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন, জানাল র‍্যাব

| | 05 Sep 2017, 10:48 am
ঢাকা, সেপ্টেম্বর ৫ঃ র‍্যাব জানিয়েছেন যে ১৮ ঘণ্টা ধরে মিরপুরে একটি বাড়িতে যে সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আছেন সে আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এই বিষয় সাংবাদিকদের জানিয়েছেনঃ "সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সে আত্মসমর্পণ করবে বলে আমাদের জানিয়েছে। "

 

সকল ধরণের প্রস্তুতি র‍্যাব নিয়ে রেখেছে বলে উনি জানিয়েছেন।

 

খান বলেন আত্মসমর্পণের সময় 'যদি সে ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করে, সে বিষয়টি মাথায় রেখে আমাদের অভিযানকারী দল প্রস্তুত আছে'।

 

র‍্যাব জানিয়েছেন এই ব্যাক্তি  ২০০৫ সাল থেকে জঙ্গিবাদে জড়িত আছেন।

 

গতকাল রাত থেকেই এই ভবনটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 

র‍্যাব-১২ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রামে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে।

 

এই দুই আটক ব্যাক্তি সহোদর, র‍্যাব সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

 

সোমবার রাতে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে র‍্যাব।

 

আটক দুই ব্যাক্তির নাম হল সৈয়দ নুরুল হুদা ওরফে মাসুম ও সৈয়দ মাজহারুল ইসলাম ওরফে খোকন।

 

র‍্যাব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আটক ব্যাক্তিদের কাছ থেকে ড্রোন, কয়েকটি চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাব জানিয়েছেন যে গোপন তথ্যের ভিত্তিতে, টাঙ্গাইলে একটি বাড়িতে অভিযান চালানো হয়।

 

তল্লাশি চালিয়ে আটক কড়া হয় দুই ভাইকে।

 

ঢাকার মিরপুরের মাজার রোডের একটি জঙ্গি আস্তানার তথ্য এই দুইজন র‍্যাবকে জিজ্ঞাসাবাদের সময় দিয়েছে।


সেই তথ্য অনুযায়ী অভিযান চলছে।

 

Image: Wikimedia Commons