Bangladesh

ব্যাপক নাশকতার উদ্দেশ্যে সংগৃহীত নগদ টাকা ও জিহাদী বইসহ জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মী আটক

ব্যাপক নাশকতার উদ্দেশ্যে সংগৃহীত নগদ টাকা ও জিহাদী বইসহ জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মী আটক

| | 02 Jan 2016, 02:01 pm
ঢাকা, জানুয়ারি ২- শনিবার পুলিশ জানিয়েছেন যে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নগদ টাকা ও জিহাদী বইসহ জামায়াতে ইসলামের ৫ নেতাকর্মীকে আটক করে রামপুরা থানা পুলিশ।

আটককৃতদের নাম মোঃ গিয়াস উদ্দিন (৫৫), মোঃ আমিনুর রহমান (৫৬), আবুল হাশেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাতুর রহমান ওরফে সোহেল (৪৩)।


"এদের মধ্যে গিয়াস উদ্দিন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের চীফ এ্যাকাউন্ট ও রুকন, মোঃ আমিনুর রহমান কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী এ্যাকাউন্ট ও রুকন এবং আবুল হাশেম জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত। এ সময় তাদের হেফাজত হতে নগদ ১,০০,৪৭,৫০০/-(এক কোটি সাত চল্লিশ হাজার পাঁচশত) টাকা ও বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়," একটি বিবৃতির মাধ্যমে জানায় পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা আগামী ৫ই জানুয়ারী ২০১৬ তারিখ উদযাপন উপলক্ষ্যে এবং যুদ্ধাপরাধী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল রায়কে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে এই টাকা তাদের কর্মীদের মধ্যে বিলি করার জন্য সংগ্রহ করেছিল।


এই সংক্রান্তে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


রামপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।