Bangladesh

 জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়লেন হাসিনা

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়লেন হাসিনা

| | 16 Sep 2017, 10:49 am
ঢাকা, সেপ্টেম্বর ১৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

এই মঞ্চে, বিশ্বনেতাদের সামনে হাসিনার রোহিঙ্গা সঙ্কটের ‘মূল কারণগুলো’ তুলে ধরবার কথা আছে।

 


এই সমস্যা নিরসনে বাংলাদেশের প্রস্তাব সামনে তুলে দেবেন হাসিনা।

 

শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে উনি রওনা দিয়েছেন।

 

রোববার সকালে ইতিহাদের ফ্লাইটে করে ওনার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা আছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ওনাকে নিউ ইয়র্ক শহরে স্বাগত জানাবেন।

 

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নিজামউদ্দিন, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, পুলিশের আইজিপি শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।

১২ সেপ্টেম্বর জাতিসংঘের ৭২তম অধিবেশন শুরু হতে চলেছে নিউ ইয়র্ক শহরে।

 

বিশ্ব সংস্থার ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা  ১৯-২১ সেপ্টেম্বর অধিবেশনের সাধারণ বিতর্কে যোগ দেবেন।

 

হাসিনা ২১ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে নিজের বক্তব্য এই মঞ্চে দেবেন।

 

এই মুহূর্তে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে চলেছে।

 

এমন এক পরিস্থিতির মাঝে বসছে অধিবেশন।

 

মিয়ানমার সরকারকে নিজেদের দেশের মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য বার বার বাংলাদেশ আহ্বান করলেও ফল হয়নি।

 

শেখ হাসিনা নিজেও এই সমস্যার বিষয় বহুবার মুখ খুলেছেন।