Bangladesh

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয় সংবাদ সম্মেলনের ডাক দিলেন হাসিনা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয় সংবাদ সম্মেলনের ডাক দিলেন হাসিনা

| | 26 Aug 2016, 11:00 am
ঢাকা, আগস্ট ২৬- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি নিয়ে কথা বল্বার জন্য সংবাদ সম্মেলনের দাক দিয়েছেন।

এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।

প্রসঙ্গত,  বুধবার বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের সরকারকে নিশানা করবার চেষ্টা করে বলেছেন যে রামপাল প্রকল্পটি 'গণবিরোধী সিদ্ধান্ত'।

উনি আরও বলেন যে এই বিদ্যুৎ কেন্দ্র দেশের পরিবেশে ক্ষতি করবে।


"সুন্দবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন একটি দেশবিরোধী ও গণবিরোধী সিদ্ধান্ত," জিয়া বলেন।


উনি বলেন দেশের সরকার জবরদস্তিমূলকভাবে এই সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে।


জিয়া বলেনঃ "আমরা মনে করি বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জায়গারও অনেক বিকল্পও আছে। কিন্তু সুন্দরবনে কোনো বিকল্প নেই।"


"রামপালের সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি," উনি বলেন।


জিয়া দেশের মানুষকে এই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান করেছেন।


উনি বলেন এই প্রকল্পটি ভারতের জন‌্য লাভজনক হবে।