Bangladesh

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কয়েক লাখ মানুষকে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কয়েক লাখ মানুষকে

| | 29 May 2017, 12:19 pm
ঢাকা, মে ২৯ঃ দেশের দিকে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, এমন এক পরিস্থিতিতে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকায় ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা।

ঘূর্ণিঝড় ‘মোরা’ এগিয়ে আসছে দেশের দিকে আর এইমুহুরতে দেশজুড়ে বিভিন্ন সতর্কতা বহাল কড়া হয়েছে।

 

ঝড়ের বিষয় বলতে গিয়ে, উপকূলীয় ১৯ জেলার মধ্যে দশটি জেলাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা কড়া হয়েছে, সাংবাদিকদের জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা।

 

প্রায় তিন লাখ মানুষকে এই জেলাগুলিতে আশ্রয়কেন্দ্রে সরিয়ে ফেলা হয়েছে।

 

এলাকায় মাইকিং চালিয়েও মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

 

আবহওয়া অধিদপ্তর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ১০ নম্বর এবং পায়রা ও মোংলা বন্দরের জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছেন।

 

প্রায় ২০০ কিলোমিটার ব্যসের হল  এই ঘূর্ণিঝড় ‘মোরা’।

 

আবহাওয়া দপ্তরের সুত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে এই ঘূর্ণিঝড়  বাংলাদেশ উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছিল।


মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়, জানিয়েছেন আবহাওয়া দপ্তর।


ঘূর্ণিঝড়ের জন্য,চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা মঙ্গলবার সকাল থেকে ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

 


দেশজুড়ে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে, নৌযান চলাচল বাংলাদেশে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে।

 

আজকে এই বিষয় ঘোষণাটি করেছেন বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 


বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন আজকে সাংবাদিকদের এই বিষয় জানিয়েছেন।